বান্দরবানে চোলাই মদ উদ্ধার
বান্দরবানে ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার রেইছা এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, সদর উপজেলার রেইছা মুরং ঝিড়ি খামার এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮০০ লিটার দেশীয় চোলাই মদ, মদ তৈরির এক কেজি উপকরণ ও ১২টি খালি বালতি উদ্ধার করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এ ঘটনায় বান্দরবান সদর থানার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।