ফেসবুকে পছন্দের ভিডিও থাকবে শীর্ষে
নিউজফিড নিয়ে গবেষণা করেই চলছে ফেসবুক। বেশ কিছুদিন ধরেই নিউজফিডের এলগোরিদমে কয়েকটি পরিবর্তন এনেছে তারা। সর্বশেষ সেখানে যোগ হলো পছন্দের ভিডিও বেশি করে ব্যবহারকারীদের কাছে প্রদর্শন করা।
কিন্তু প্রশ্ন থেকে যায়, ফেসবুক কীভাবে জানবে কোন ভিডিওটি ব্যবহারকারীর পছন্দ! সেখানেই কাজটি করবে এলগোরিদম। একজন ব্যবহারকারী যে রকম ভিডিও বেশি দেখবে, তার সঙ্গে মিল রেখে কিংবা তার সঙ্গে সম্পর্কিত ভিডিওগুলো বেশি প্রদর্শন করা হবে নিউজফিডে।
অর্থাৎ আপনি যে ধরনের ভিডিও দেখার জন্য বেশি ফুলস্ক্রিন করবেন কিংবা আন-মুট করবেন, তা ফেসবুকের এই এলগোরিদম ট্র্যাক করে নেবে। পরে রুচির সঙ্গে মিল রেখেই আপনার নিউজফিডে অন্য কোনো ভিডিও প্রদর্শন করা হবে দেখার জন্য।
এমনকি লাইক কিংবা কমেন্ট করার দরকারও নেই। ফেসবুক নিজে থেকেই আপনার রুচির ব্যাপারে ধারণা নিতে সক্ষম। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকনোক্রাঞ্চ এমনটাই জানিয়েছে এক প্রতিবেদনে।
ফেসবুক যত বেশি তার ব্যবহারকারীদের রুচি সম্পর্কে ধারণা নিতে পারবে, অর্থাৎ কোন ভিডিওটি উপভোগ্য এবং কোনটি বিরক্তিকর, ততই ফেসবুকে ভিডিও দেখার পরিমাণ বাড়তে থাকবে। বর্তমানে প্রতিদিন প্রায় চার বিলিয়ন ভিডিও দেখা হয় ইউটিউবে। অথচ এক বছরের কম সময়ে, অর্থাৎ ২০১৪ সালের সেপ্টেম্বরেও পরিমাণটি ছিল মাত্র এক বিলিয়ন।
এই আপডেট কাজ করছে যখন থেকে ফেসবুকে পেজের অ্যাডমিনদের কাছে তাদের শেয়ার করা ভিডিওগুলো বিশ্লেষণ করার নতুন সুযোগ দেওয়া হয়েছে।
এখন থেকে একজন পেজ অ্যাডমিনদের ভিডিওবিষয়ক তথ্যগুলো আলাদা করে কোথাও নিতে হবে না। তাদের জন্য একটি ড্যাশবোর্ড থাকবে, যেখানে তারা ট্র্যাক করতে পারবে কতজন তাদের শেয়ার করা ভিডিওটি দেখেছে, কতজন পছন্দ করেছে, কত সময় নিয়ে দেখেছে কিংবা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃতভাবে দেখেছে। এসব তথ্য পেজ অ্যাডমিনদের ধারণা দেবে, কী ধরনের ভিডিও তাদের বেশি করে শেয়ার করা উচিত।
আগে লাইক-কমেন্টের পরিমাণের ওপর নির্ভর করে নিউজফিড সাজানো হলেও এখন আরো অভিনব এলগোরিদম তৈরি করছে ফেসবুক। কয়েক দিন আগেই ব্যবহারকারী কতক্ষণ ধরে একটি পোস্টের দিকে তাকিয়ে থাকবে, তার ওপর ভিত্তি করে তার নিউজফিড সাজানোর এলগোরিদম তৈরি করা হয়েছিল।
এবার যোগ হলো পছন্দের ভিডিও। বোঝাই যাচ্ছে ব্যবহারকারীদের ধরে রাখতে এবং ফেসবুকের প্রতি তাঁদের আকর্ষণ বাড়াতে নিউজফিড সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে।