ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
আবহাওয়া অনুকূলে থাকলে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। তবে আওহাওয়া প্রতিকূলে থাকলে ঈদের এই জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
ঈদুল ফিতরের প্রস্ততি উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ঈদুল ফিতরকে নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। ঈদ পালনে কোনো ধরনের সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।