উত্তরায় মাইক্রোবাসে তুলে তরুণীকে ধর্ষণের চেষ্টা
রাজধানীর উত্তরা এলাকায় এক তরুণীকে মাইক্রোবাসে তুলে দুই যুবক ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
উত্তরার ৪ নম্বর সেক্টরের রাস্তা থেকে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে। পরে রুবেল ও জাহিদুল ইসলাম নামের দুই যুবককে আটক করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই নারী ও শিশু নির্যাতন আইনে উত্তরা পূর্ব থানায় মামলা করেন ১৯ বছর বয়সী ওই তরুণী।
উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, বুধবার রাতে ট্রেনে সিলেট থেকে ঢাকা বিমানবন্দর স্টেশনে নামেন অন্তঃসত্ত্বা ওই তরুণী। এ সময় তাঁকে গন্তব্যে নামিয়ে দেওয়ার কথা বলে মাইক্রোবাসে তোলে রুবেল ও জাহিদ। পরে উত্তরার একটি গলিতে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে তারা। এ সময় মাইক্রোবাসটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কর্তব্যরত পুলিশ সদস্যরা সেটিতে তল্লাশি চালিয়ে তরুণীকে উদ্ধার করে।
আবু বকর মিয়া আরো জানান, আটক দুজন পুলিশের কাছে শ্লীলতাহানির চেষ্টার বিষয়টি স্বীকার করেছে। তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।