‘প্রতিটি মানুষের তথ্য জানার অধিকার আছে’
তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার বলেছেন, দেশের প্রতিটি মানুষের তথ্য জানার অধিকার আছে। তথ্য অধিকার আইন বাস্তবায়িত হলে দেশের মানুষের কল্যাণ হবে। তথ্য অধিকার বাস্তবায়নে সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা ও দায়িত্ব রয়েছে।
গতকাল শুক্রবার রাতে জেলা সার্কিট হাউস হল রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আবদুর রহিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন আকন্দ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমীর বিশ্বাস প্রমুখ।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, প্রেসক্লাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, বাসসের জেলা প্রতিনিধি এম ফখরুল হক, এনটিভির জেলা প্রতিনিধি ভজন দাস, বিটিভির জেলা প্রতিনিধি শিমুল মিলকী, যায়যায়দিনের জেলা প্রতিনিধি চন্দন চক্রবর্তী প্রমুখ।