কুমিল্লার দক্ষিণ দেবিদ্বারের ৬ দফা দাবি
কুমিল্লার দেবিদ্বার উপজেলার দক্ষিণ দেবিদ্বারকে শিল্পাঞ্চল ও থানা বাস্তবায়ন করাসহ ছয় দফা কর্মসূচির দাবি জানিয়েছে সুলতানপুর শিল্পাঞ্চল থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। আজ শনিবার দেবিদ্বার উপজেলার আতাপুর বাজারে পরিষদের কার্যালয়ে এক ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এই দাবি জানানো হয়।
বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা শ্রমিক নেতা মমতাজ উদ্দিন মজুমদার ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বলেন, ‘আমরা দক্ষিণ দেবিদ্বারের জনগণ অত্যন্ত অবহেলিত। তাই আমরা ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছি। আমাদের ৬ দফা দাবি হলো দক্ষিণ দেবিদ্বারকে থানা বাস্তবায়ন করা, নতুন গ্যাস সংযোজন দেওয়া, রাস্তাঘাট উন্নয়ন করা, বিদ্যুৎ সংযোগ বাড়ানো ও লোডশেডিং বন্ধ করা, দক্ষিণ দেবিদ্বারকে বেকারমুক্ত করা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ পথচারীদের নির্বিঘ্নে মহাসড়ক পারাপারের জন্য চান্দিনার মাধাইয়া বাজার, সানানগর মিল গেট ও চান্দিনা বাসস্ট্যান্ডে ওভারব্রিজ নির্মাণ করা।’ তিনি অবিলম্বে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় দক্ষিণ দেবিদ্বার সুলতানপুর শিল্পাঞ্চল ও থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতা প্রকৌশলী নজরুল ইসলাম ভূঞার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. হানিফ খান, মো. সফিকুল ইসলাম মেম্বার, অধ্যাপক জয়দল হোসেন, মো. এলাহী মেম্বার, রঞ্জিত কুমার শর্মা ও মোখলেছুর রহমান ভূঁঞা।