সিরিয়ায় ২৫ জনকে হত্যা করল আইএস
সিরিয়ার প্রাচীন শহর পালমিরায় ২৫ জনকে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সম্প্রতি শহরের একটি রোমান প্রাচীন উন্মুক্ত মঞ্চে আইএস জঙ্গিরা ওই ব্যক্তিদের গুলি চালিয়ে হত্যা করে। জঙ্গিগোষ্ঠীটি এই হত্যাকাণ্ডের একটি ভিডিওচিত্র অনলাইনে প্রকাশ করেছে।
আইএস দাবি করেছে, উন্মুক্ত মঞ্চে হত্যা করা ব্যক্তিরা সেনাসদস্য ছিলেন। সিরিয়ার হোমস শহর থেকে তাঁদের ধরে আনা হয়। তবে হত্যার ভিডিওচিত্রে দেখা গেছে, এদের একজন কিশোর। তার বয়স ১৩ থেকে ১৪ বছরের বেশি হবে না।
পালমিরায় হত্যাকাণ্ডের ভিডিওচিত্রটি কবে ধারণ করা হয়েছে, তা স্পষ্ট নয়। ভিডিওটিতে দেখা যায়, উন্মুক্ত মঞ্চে হত্যাকাণ্ডের সময় এর সামনে আইএসের কালো পতাকা ওড়ানো হয়। বেশ কয়েকজনকে হাঁটু গেড়ে বসানো হয়। তাঁদের মুখে আঘাতের চিহ্ন ছিল এবং হাত ছিল পেছন থেকে বাঁধা। গুলি করে তাঁদের হত্যা করা হয়। বেসামরিক পোশাক পরিহিত কয়েকশ মানুষের সামনেই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়।
ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গত ২৭ মে পালমিরার একটি প্রাচীন উন্মুক্ত মঞ্চে গুলি করে এ হত্যার ঘটনা ঘটে। কিন্তু কতজনকে তারা হত্যা করেছে, তা স্পষ্ট নয়। ভিডিওচিত্রে মে মাসের শেষ দিকে তাদমুর কারাগার ধ্বংসের চিত্রও দেখা যায়। সিরিয়ায় পুরাতত্ত্বের প্রধান বলেন, রোমান উন্মুক্ত মঞ্চে হত্যাকাণ্ডের মাধ্যমে আইএস প্রমাণ দিল, তারা মানবাধিকারবিরোধী।
জানা গেছে, পালমিরা শহর ধ্বংসে আইএস মাইন পুঁতে রেখেছে। জঙ্গি সংগঠনটি দাবি করেছে, জঙ্গিরা পালমিরার জাদুঘরের বাইরে একটি প্রাচীন ভাস্কর্য ধ্বংস করেছে। এই শহর দখল করার পর আইএস একটি সেনাঘাঁটি ও কুখ্যাত কারাগার ধ্বংস করেছে।
গত মে মাসের শেষ দিকে পালমিরা ও এর পার্শ্ববর্তী একটি শহর দখল করে আইএস। ২০১৪ সালে উত্থানের পর আইএস সিরিয়া ও ইরাকের বিস্তৃত এলাকা দখল করে নিয়েছে।