গাইবান্ধায় ওসিসহ ১০ জনের জামিন মঞ্জুর
গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালতের তিন অফিস সহকারীকে ব্যাংকে আটক করে মারপিট ও হত্যার চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় গাইবান্ধা সদর থানার ওসি, সোনালী ব্যাংক ব্যবস্থাপকসহ ১০ জনের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. মহসিনুল হক আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাঁদের ১০ দিনের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত রোববার দুপুরে মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক এস এম তাসকিনুল হক তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
জামিন পাওয়া ব্যক্তিরা হলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান, সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার ব্যবস্থাপক মো. আয়েশ উদ্দিন, গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক রাকিব হোসেন, সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আইয়ুব হোসেন, কনস্টেবল সাদ্দাম হোসেন, সাইমুম, শাহিনুর, আবদুল্লা, বাবলু ও আইয়ুব আলী। আসামিপক্ষের আইনজীবী মো. শামছুল আলম প্রধান জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা আজ মঙ্গলবার দুপুরে মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে আদালতের বিচারক তাঁদের ১৬ জুলাই পর্যন্ত অস্থায়ী জামিন মঞ্জুর করেন।