নেত্রকোনায় সাড়ে তিন মণ সরকারি বই জব্দ
নেত্রকোনার আটপাড়া উপজেলার নুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে তিন মণ প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠ্যবই জব্দ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়। এ ঘটনায় আজ মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, জেলার আটপাড়ার মল্লিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তার আটিকান্দা গ্রামের ভাঙ্গারি ব্যবসায়ী আফর আলীর কাছে ২০১৪ সালের প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় সাড়ে তিন মণ পাঠ্যবই এক হাজার ৪০০ টাকায় গত রোববার বিক্রি করেন। তিনটি চটের বস্তায় করে বইগুলো নেওয়ার সময় এলাকাবাসী উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলামের উপস্থিতিতে তা আটক করে। পরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়। খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সহকারী আলী হোসেন ও পিয়ন লিটন মিয়া বস্তায় ভর্তি বইগুলো কার্যালয়ে নিয়ে আসেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা বলেন, ওজন দরে সরকারি বই বিক্রির অভিযোগে প্রধান শিক্ষিকা নাজমা আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।