বীভৎস ছবি না সরানোয় গুগল ও ফেসবুককে জরিমানা
সাইট থেকে বীভৎস ছবি না সরানোয় ফেসবুক ও গুগলকে জরিমানা করেছেন ব্রাজিলের এক বিচারক। গত মাসে গাড়ি দুর্ঘটনায় নিহত এক সংগীতশিল্পীর বীভৎস ছবি ও ভিডিও গুগল ও ফেসবুকে ছাড়া হয়েছিল। আদালত ছবিগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিলেও তা সরায়নি প্রতিষ্ঠান দুটি।
ব্রাজিলের মধ্য গোয়াস প্রদেশের রাজধানী গোয়ানার এক আদালতের বিচারক এই রায় দেন।
ক্রিস্টিয়ানো আরুজো নামের ২৯ বছর বয়সী ওই গায়ক ও তাঁর বান্ধবী ২৪ জুন গোয়াসে এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন।
এর পরেই দুর্ঘটনাস্থল থেকে তোলা দুজনের লাশের বীভৎস ছবি ফেসবুক ও গুগলে আপলোড করা হয়। সেই সঙ্গে মর্গের একটি বীভৎস ছবিও আপলোড করা হয়।
এর পরিপ্রেক্ষিতে বিচারক উইলিয়াম ফাবিয়ান এ ধরনের ছবি প্রকাশ করার বিরুদ্ধে রুল জারি করেছিলেন। মৃতদেহের বীভৎস ছবি প্রকাশ করে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি অসম্মান করা হয়েছে বলে রুলে দাবি করা হয়।
ওই রুলে ২৫ জুনের মধ্যে ছবিগুলো সরিয়ে ফেলার আদেশ দেওয়া হয়।
সরিয়ে নেওয়ার আদেশ দেওয়ার পরও ছবিটি গুগল বা ফেসবুক থেকে সরানো হয়নি। এ জন্য বিচারক ডেনিস গোনডিম ডে মেদোনকা গুগল ব্রাজিল এবং গুগল ফেসবুককে ৫০ হাজার ব্রাজিলিয়ান রিয়েল জরিমানা করেন। বাংলাদেশি টাকায় যা প্রায় ১২ লাখ টাকা। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
তবে এর ব্যাপারে ব্রাজিলের গুগল বা ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।