রামপালে ঝড়, দুই গ্রামের ৫০ বাড়ি বিধ্বস্ত
বাগেরহাটের রামপালে ঝড়ের আঘাতে দুই গ্রামের প্রায় ৫০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে হওয়া এ ঝড়ে বেশ কয়েকজন আহতও হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন কুমার ব্রহ্ম ও পেড়িখালী ইউনিয়নের ডাকরা ও কুমারখালীর ওয়ার্ডের সদস্য শেখ আবু হায়াত জানান, বৃহস্পতিবার সকালে হঠাৎ ঝড়ে ডাকরা ও কুমারখালী গ্রামে প্রায় অর্ধ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ সময় এসব বাড়ির প্রায় ছয়জন বাসিন্দা আহত হন। ঝড়ে বেশ কিছু গাছপালা ভেঙে ও উপড়ে পড়ে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে বলে জানা গেছে। এদিকে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মাদ আরিফ বলেন, ‘ঝড়ের আঘাত হানার বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ত্রাণ সহায়তা প্রদান করা হবে।’
ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল।
এদিকে নিম্মচাপের প্রভাবে তিন দিনের টানা বর্ষণে উপজেলার নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দরিদ্র মানুষদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহ কমে যাওয়ায় বেড়ে গেছে জিনিসপত্রের দাম।