১০ দিনেও শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার হয়নি
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় শিশু ধর্ষণের মামলার আসামি ১০ দিনেও গ্রেপ্তার হয়নি। আর মামলার আসামির পরিবার ওই শিশুর বাবাকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে শিশুটির পরিবার।
স্থানীয় লোকজন ও মামলা সূত্রে জানা যায়, গত ৩০ জুন শিবালয় উপজেলার একটি গ্রামের সাত বছরের এক শিশুকে প্রতিবেশী আরিফ মোল্লা (২৭) ধর্ষণ করেন। শিশুটির শরীরে আগুনের ছ্যাকাও দেন আরিফ। বাবা-মা বাড়িতে এসে মেয়েকে কাঁদতে দেখে জিজ্ঞাসাবাদ করেন। মেয়েটি ধর্ষণের শিকার হওয়ার ঘটনা তাঁদের কাছে বর্ণনা করে। এরপর মেয়েটিকে মানিকগঞ্জ ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচদিনেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত রোববার তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা আরিফকে আসামি করে শিবালয় থানায় মামলা করেন। আজ পর্যন্ত পুলিশ আরিফকে গ্রেপ্তার করতে পারেনি।
ধর্ষণের শিকার শিশুটির বাবা জানান, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে তাঁদের সংসার। তিনি কৃষিকাজ করেন। সন্তানদের মধ্যে ছোট মেয়েটি গ্রামের একটি কিন্ডারগার্টেনে প্রথম শ্রেণির শিক্ষার্থী। তিনি অভিযোগ করেন, মামলা করার পর থেকেই আরিফের পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন তাঁদের নানাভাবে ভয়-ভীতি ও হুমকি দিচ্ছে। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল মালেক খান জানান, গত বুধবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে, প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, অভিযোগ পেয়েই পুলিশ হাসপাতালে গিয়ে মেয়েটি ও স্বজনদের সঙ্গে কথা বলেছে। এ ঘটনায় পুলিশ তদন্ত কাজ শুরু করেছে। আর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চলছে।