মানবতাবিরোধী অপরাধে এমপি হান্নানকে গ্রেপ্তারের দাবি
মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য আলহাজ এম এ হান্নানের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
আজ শনিবার সকালে শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রব, কোতোয়ালি থানা কমিটির সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ফকরুল প্রমুখ।
মুক্তিযোদ্ধা আবদুর রব বলেন, জাতীয় পার্টির সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান একজন চিহ্নিত কুখ্যাত রাজাকার। একাত্তরে তাঁর নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে হত্যা, নারী নির্যাতনের অসংখ্য অভিযোগ রয়েছে। তিনি সরকারের কাছে অবিলম্বে হান্নানকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।