সুন্দরবন থেকে সাত নৌকাসহ ১৬ জেলেকে অপহরণ
সুন্দরবনের আন্ধ্যারিয়া এলাকা থেকে সাতটি নৌকাসহ ১৬ জেলেকে অপহরণ করেছে বনদস্যু মাস্টার বাহিনী। অপহৃতদের কাছে নৌকা প্রতি ২০ হাজার ও জনপ্রতি ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করেছে দস্যুরা।
জেলে-মহাজন সূত্র জানায়, আজ রোববার বিকেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মংলা) আন্ধ্যারিয়া খালে কাকড়া ধরার সময় বনদস্যু মাস্টার বাহিনী জেলেদের ওপর হামলা চালায়। এ সময় দস্যুরা ওই খাল থেকে সাতটি নৌকা ও ১৬ জন জেলেকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে তুলে নিয়ে যায়। সেখান থেকে ফিরে আসা অন্য জেলেরা জানায়, প্রতি নৌকা বাবদ ২০ হাজার ও প্রতি জেলে বাবদ ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছে দস্যুরা। অপহৃত জেলেদের বাড়ি মংলাসহ বিভিন্ন এলাকায়।
দস্যুরা চাঁদা আদায়ের জন্যই ওই জেলে বহরে থাকা অন্যদের মারধর করে রেখে যায় এবং দ্রুত মুক্তিপণ দিয়ে জিম্মিদের ছাড়িয়ে নেওয়ার জন্য হুমকি-ধমকি দেয় বলেও জানায় জেলেরা।
এ বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লে. রাহাতুজ্জামান বলেন, দস্যু দমনে সুন্দরবনে কোস্টগার্ডের টহল বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া অপহৃত জেলেদের উদ্ধারে অভিযানের পাশাপাশি কোস্টগার্ড সদস্যরা তৎপর রয়েছেন।
এদিকে অপর বনদস্যু বাকী বিল্লাহ বাহিনীর কাছে তিনদিন ধরে জিম্মি থাকা জেলে সাদ্দাম হোসেন আজ রোববার বিকেলে ৩০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। সাদ্দামের বাড়ি মংলার চিলা এলাকায়। সাদ্দাম জানান, ওই বাহিনীর কাছে এখন ২০-২২ জন জেলে জিম্মি রয়েছেন।