ভোটাধিকার ফিরিয়ে আনতে উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশবাসীর ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি রংপুর-৩ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে। আজ সোমবার রংপুরে বিএনপি প্রার্থী রিটা রহমানের জন্য গণসংযোগে এসে তিনি এ কথা বলেন।
গণসংযোগ চলাকালে পিকআপে থাকা মহাসচিব হঠাৎ বাঁ হাতে আঘাত পান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন তিনি।
সোমবার বিকেলে রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রিটা রহমানের জন্য গণসংযোগে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নগরীর পায়রা চত্বর ও শাপলা চত্বরে অনুষ্ঠিত দুটি পথসভায় বক্তব্যে তিনি বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার লড়াইয়ের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। দেশ আজ দুঃশাসন আর দুর্নীতিতে ভরে গেছে। আর এ থেকে মুক্তি পেতে তিনি ধানের শীষে ভোট দিতে রংপুর বাসীকে আহ্বান জানান তিনি।
বিএনপির মহাসচিব বলেন, ‘রংপুরবাসী আমার চেয়ে ভালো জানেন। এরশাদ সাহেব এখানে ছিলেন, এখানে কোনো উন্নতি হয়নি। হয়েছে কি? কারণ সব নৌকা মার্কায় সমর্থন দিয়েছেন। আমাদের তো আপত্তি ছিল না। উত্তরবঙ্গের একটা লোক প্রেসিডেন্ট ছিলেন তিনি যাবেন ভালো কথা। পৃথিবীর সব তো নৌকাকে দিয়েছেন। আর নৌকাকে দিয়ে তিনি আমাদের ভাসিয়ে দিয়েছেন। আজকে সেজন্যই রংপুরের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। যে তারা জনগণের সঙ্গে থাকবেন, উন্নয়নের সঙ্গে থাকবেন, শান্তির সঙ্গে থাকবেন, গণতন্ত্রের পক্ষে থাকবেন, বেগম খালেদা জিয়ার পক্ষে থাকবেন নাকি তারা এই জুয়ারিদের পক্ষে থাকবেন।’
জুয়া খেলে সারা দেশকে বিক্রি করে দেওয়ার অবস্থা চলছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আগে ক্যাসিনো নামও শুনি নাই। তাই না! ক্যাসিনো হচ্ছে জুয়া জুয়া, বড় ধরনের জুয়া। এই জুয়া খেলে তারা দেশকে বিক্রি করে দিবে এমন অবস্থা করেছে। একদিকে জুয়া খেলে, আরেকদিকে জনগণের অধিকার কেড়ে নেয়, আরেক দিকে লুট করে, চান্দা নেয়। তাদের ছাত্রলীগ, তাদের যুবলীগ সমস্ত ব্যবসা-বাণিজ্য দখল করে নিয়েছে, চাঁদা আদায় করছে। আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই।’
এ সময় বিএনপি মহাসচিব জানান, দেশ আজ দুঃশাসন আর দুর্নীতিতে ভরে গেছে। আর এ থেকে মুক্তি পেতে তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার মধ্যে মির্জা ফখরুল রংপুর নগরীর পায়রা চত্বর ও শাপলা চত্বরে অনুষ্ঠিত দুটি পথসভায় বক্তব্য দেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ও বিএনপির প্রার্থী রিটা রহমান উপস্থিত ছিলেন।