কামরুলকে ইন্টারপোলের মাধ্যমে ফেরানো হবে : আইজিপি
শিশু রাজন হত্যাকাণ্ডের মামলার অন্যতম আসামি সৌদি আরবের জেদ্দায় আটক কামরুল ইসলামকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
আজ মঙ্গলবার গাজীপুরে এক অনুষ্ঠানে পুলিশের প্রধান কর্মকর্তা বলেন, ‘শিশু রাজন হত্যাকাণ্ড একটি মর্মান্তিক ও পৈশাচিক ঘটনা। এ ঘটনা মনুষ্যত্বের বিকৃতি, যারা এটা ঘটিয়েছে তাদের মনুষ্যত্ব বলতে কিছু নাই। কোনোক্রমেই এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।urgentPhoto
এ ঘটনায় এ পর্যন্ত মূল আসামি কামরুলসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে শহীদুল হক বলেন, ‘কামরুল ইসলাম জেদ্দায় আমাদের কনস্যুলেটের সহায়তায় আটক হয়েছে। তাকে স্থানীয় পুলিশে সোপর্দ করা হয়েছে। আমি নিজে যোগাযোগ করেছি। ইন্টারপোলের মাধ্যমে মেসেস (বার্তা) দেওয়া হয়েছে। আমি সেখানে অ্যাম্বেসির সঙ্গে কথা বলেছি। কামরুলকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।’
‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে আদালতে যাতে তাদের মৃত্যুদণ্ড (ক্যাপিটাল পানিশমেন্ট) হয়, সে ব্যাপারে আমাদের প্রচেষ্টা থাকবে।’ বলেন আইজিপি।
পুলিশ প্রধান দুপুরে গাজীপুরের চন্দ্রায় ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ সব কথা বলেন। তিনি আরো বলেন, ‘এ ঘটনার সময় যারা সেখানে উপস্থিত ছিল, অথচ এ হত্যাকাণ্ডে বাধা দেয়নি বা পুলিশকে জানায়নি তাদের বিষয়েও তদন্ত করা হবে।’
এ সময় পুলিশ প্রধান যেকোনো অপরাধমূলক ঘটনা ঘটলে, তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
এ সময় আইজিপি আসন্ন ঈদে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের নিরাপত্তায় পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বর্ণনা তুলে ধরেন। পরে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করে সম্ভাব্য যানজট নিরসনে পুলিশকে নির্দেশনা দেন।
গত ৮ জুলাই সকালে সিলেট শহরতলির কুমারগাঁওয়ে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে। হত্যাকাণ্ডের ভিডিওচিত্রও ধারণ করা হয়। পরে লাশ গুম করার সময় স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে মুহিত আলমকে। পরে মুহিতকে পুলিশে সোপর্দ করা হয়। তিনি পাঁচ দিনের হেফাজতে রয়েছেন। মুহিতের স্ত্রী লিপি বেগমকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এ ঘটনায় মুহিত, কামরুল, আলী হায়দার ও স্থানীয় চৌকিদার ময়না মিয়া লালকে আসামি করে হত্যা মামলা করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা এলাকার লামাকাজি মীরেরগাঁও থেকে সোমবার ভোরে ইসমাঈল হোসেন আবলুছকে গ্রেপ্তার করা হয়। ইসমাঈল শিশু রাজন হত্যার প্রধান আসামি মুহিত আলমের আত্মীয়।
এ গতকাল সোমবার বিকেলে মামলার অন্যতম আসামি কামরুলকে সৌদি আরবের জেদ্দায় আটক করা হয়েছে।
এদিন আইজিপির সাথে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলামসহ হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সাভার ও আশুলিয়ায় পুলিশের ট্রাফিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি গাড়িচালকদের উদ্দেশে বলেন, জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাবেন না। যত্রতত্র ওভার টেকিংয়ের ফলে মহাসড়কের দুর্ঘটনা ঘটে। ফলে যানজটে মানুষকে নাকাল হতে হয়। এলোমেলোভাবে গাড়ি চালিয়ে মহাসড়কে দুর্ভোগ সৃষ্টি করলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আইজিপি আরো বলেন, ১৬ জুলাই নাগাদ সব পোশাক কারখানায় ছুটি হয়ে যাবে। লাখ লাখ পোশাক শ্রমিক গ্রামে পরিবারের সাথে ঈদ কাটাতে যাবে। তখন যানবাহনের সংকট ও যানজট দুটোই দেখা দিতে পারে। এ ছাড়া এবার বৃষ্টিতে কোনো কোনো মহাসড়কে সামান্য খানাখন্দ রয়েছে। পুলিশ ও সড়ক বিভাগ সেগুলো মেরামত করেছে। গত কয়েকবারের মতো এবার ঈদে মানুষের তেমন দুর্ভোগ হবে না।