রংপুরে ট্রেন দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ৪৫
রংপুরের কাউনিয়া রেল জংশনে বৃহস্পতিবার একটি ট্রেনের ইঞ্জিন ঘুরে অন্যদিকে যুক্ত হওয়ার সময় বগিতে ধাক্কা দেওয়ার ঘটনায় এক শিক্ষার্থী নিহত ও ৪৫ জন আহত হয়েছেন।
নিহত আপেল মাহমুদ (২০) গাইবান্ধার কমিউনিটি নার্সিং কলেজের শিক্ষার্থী।
সংবাদ সংস্থা ইউএনবি জানায়, রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক শামসুজ্জোহা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে সান্তাহার থেকে পঞ্চগড়গামী ‘উত্তরবঙ্গ মেইল’ ট্রেনের ইঞ্জিনটি জংশনে দিক পরিবর্তন করার সময় ট্রেনে ধাক্কা দেয়।
এ সংঘর্ষে ট্রেনের দুটি বগি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং আপেল ঘটনাস্থলে নিহত ও ৪৫ যাত্রী আহত হন।
গুরুতর আহত ১৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিরা কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আতিকুর রহমান জানান, তারা আহত ৩০ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন।