রাশিফল
বৃশ্চিকের যাত্রা শুভ, মকর পাবে আনন্দ
আজ ৩১ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, ১৫ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ, ২৭ রমজান ১৪৩৬ হিজরি। তিথি চতুর্দশী। আজ সূর্যোদয় ৫টা ৩২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার সংখ্যা # ২ # অধিপতি গ্রহ-চন্দ্র, বৈশিষ্ট্য পানি (বিপ্রর্বণ/ব্রাহ্মণ) সম (চর) তুঙ্গস্থান বৃষ, নিচস্থান বৃশ্চিক, প্রিয় মাস জ্যৈষ্ঠ ও শ্রাবণ, শুভ বার সোমবার। শুভ তারিখ সংখ্যা ২, ১১, ২০, শুভ রং সাদা, হালকা বাদামি, শুভ ধাতু-রুপা, ধারণীয় মূল-ক্ষীরিকা মূল, শুভ রত্ন : মুন স্টোন/চন্দ্রকান্তি মণি-হীরা। আজকের দিনে আপনার শুভ কাজ করার সময় দিবা ৮টা ১২ মিনিট, পরে ১১টা ৪৫ মিনিটের মধ্যে। এই রাশির বিশিষ্ট ব্যক্তিত্ব : চিত্রশিল্প রেমব্রান্ড, আয়াতুল্লাহ আলী খামেনি, রশীদ হায়দার, সাহিত্যিক কাজী আবদুস সাত্তার, রাইসুল ইসলাম আসাদ, অক্ষয় কুমার দত্ত, স্বামী পরমানন্দ সরস্বতী। । এবার দেখুন আপনার রাশিতে আজকের ভাগ্যের পূর্বাভাস।
মেষ (Aries) (২১ মার্চ-২০ এপ্রিল)
ক্রয়-বিক্রয় বাণিজ্যে লাভবান হওয়ার সুযোগ আছে। নতুন বিনিয়োগে সাফল্য পেতে পারেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। শরীর ভালো নাও যেতে পারে।
বৃষ (Taurus) (২১ এপ্রিল-২০ মে)
প্রেম-প্রীতির জন্য দিনটি শুভ, সম্ভাবনাময়। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কোনো নতুন লোকের সঙ্গে বন্ধুত্ব হতে পারে, যাত্রা শুভ।
মিথুন (Gemini) (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়, শোকগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। শরীর ভালো যাবে না। যেকোনো ধরনের বদনাম হতে পারে।
কর্কট (Cancer) (২১ জুন-২০ জুলাই)
মানসিক শান্তি বজায় থাকবে। ধর্মীয় কাজে উৎসাহ পাবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ (Leo) (২১ জুলাই-২১ আগস্ট)
আজ আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
কন্যা (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন । নিশ্চিত থাকুন, আজ আপনার দিনটি ভালো।
তুলা (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আজ সামাজিক কর্মকাণ্ডে এবং প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ।
বৃশ্চিক (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আজ আপনার একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। দূরের যাত্রা শুভ।
ধনু (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
প্রেমের ব্যাপারে আপনার মনের দরজায় কেউ আজ কড়া নাড়তে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
মকর (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আপনি আজ যেকোনো কাজে কথা বলুন, সব কাজই আপনার জন্য সহজ হবে। আজ আপনি সব দিক থেকে আনন্দ পাবেন।
কুম্ভ (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আজকে দিনটি আলাদা গুরুত্ব পাবে বলে মনে হয়। পরীক্ষিত বন্ধুদের ওপর আস্থা রাখুন। তাঁরা সব সময় আপনার পাশে থাকবেন।
মীন (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আজ আপনি বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাবেন। কোনো সমস্যা আপনাকে আটকে রাখতে পারবে না।
একটি ভুল সিদ্ধান্ত যেমন জীবনকে এলোমেলো করে দিতে পারে, তেমনি একটি সঠিক সিদ্ধান্ত জীবনকে অনেক অর্থবহ ও সুন্দর করে তুলতে পারে।