বান্দরবানে সেলাই মেশিন ও সোলার প্যানেল বিতরণ
বান্দরবানে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এসব সামগ্রী বিতরণ করেন।
এ সময় বীর বাহাদুর বলেন, দেশ থেকে দারিদ্র্য দূর করার জন্য সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন না হওয়ার কারণে দরিদ্র্যতার অভিশাপ থেকে মুক্ত হচ্ছে না বাংলাদেশ। মানুষ অনুদানের আশায় বসে থাকে, অনুদান পেলে তা যথাযথ ব্যবহার না করে পেট পুড়ে খেয়ে শেষ করে দেয়।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আরো বলেন, নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ঘরে বসে একজন নারী সেলাই মেশিন দিয়ে সংসার চালাতে পারে। কিন্তু এই সেলাই মেশিন ব্যবহার না করে ঘরে ফেলে রেখে দিলে কোনো কাজ হবে না। বাংলাদেশকে স্বনির্ভর ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে প্রত্যককে এগিয়ে আসতে হবে। দরিদ্র্যতাকে জয় করে দেশকে এগিয়ে নিতে হবে।
সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলমগীর জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পক্ষে ২০ জন নারীকে সেলাই মেশিন, দুর্যোগ ব্যবস্থার মন্ত্রণালয়ের পক্ষে ২৩টি ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে সোলার প্যানেল এবং কৃষি বিভাগের পক্ষ থেকে তিনটি ফুড স্প্রে মেশিন দেওয়া হয়েছে কৃষকদের মাঝে। এ ছাড়া পার্বত্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামসহ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।