রাশিফল
মেষ পাবে সুফল, মীন পাবে জনপ্রিয়তা
আজ ০২ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, ১৭ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ, ২৯ রমজান ১৪৩৬ হিজরি। তিথি প্রতিপদ। আজ সূর্যোদয় ৫টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার সংখ্যা # ২ # অধিপতি গ্রহ-চন্দ্র, বৈশিষ্ট্য পানি (বিপ্রর্বণ/ব্রাহ্মণ) সম (চর) তুঙ্গস্থান বৃষ, নিচস্থান বৃশ্চিক, প্রিয় মাস জ্যৈষ্ঠ ও শ্রাবণ, শুভ বার সোমবার। শুভ তারিখ সংখ্যা ২, ১১, ২০, শুভ রং সাদা, হালকা বাদামি, শুভ ধাতু-রুপা, ধারণীয় মূল-ক্ষীরিকা মূল, শুভ রত্ন : মুন স্টোন/চন্দ্রকান্তি মণি-হীরা। আজকের দিনে আপনার শুভ কাজ করার সময় দিবা ১২টা ৩৯ মিনিট, পরে ৩টা ১৯ মিনিটের মধ্যে। এবার দেখুন আপনার রাশিতে আজকের ভাগ্যের পূর্বাভাস। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী আল স্টেইনলি গার্ডনার, জেমস ক্যাগনি, জ্যোর্তিবিদ জর্জ ল্যামাত্রে, ডলি জহুর।
মেষ (Aries ) (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক ক্ষেত্রে আপনার নতুন কোনো যোগাযোগ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
বৃষ (Taurus ) (২১ এপ্রিল-২০ মে)
দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন, কোনো দুঃসংবাদ পেতে পারেন। তবে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।
মিথুন (Gemini ) (২১মে-২০ জুন)
আজ আপনার জন্য দিনটি খুব শুভ। আপনার উপস্থিত বুদ্ধিক্ষমতা, বাস্তব পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের জন্য সাফল্য পেতে পারেন।
কর্কট (Cancer) (২১ জুন-২০ জুলাই)
দিনের শুরুতে কোনো গুরুত্বপূর্ণ কাজ সেরে নিন। কোনো মিথ্যা প্রবঞ্চনায় জড়িয়ে পড়তে পারেন। দূরের যাত্রা শুভ নয়।
সিংহ (Leo ) (২১ জুলাই-২১ আগস্ট)
আজ আপনার পূর্বপরিচিত কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। অথবা বাসায় কোনো নতুন মেহমান আসতে পারে। নিজের শরীর-স্বাস্থ্যের প্রতি নজর রাখুন।
কন্যা (Virgo ) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আজ অর্থভাগ্য ভালো হওয়ার সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। শত্রুকে এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রেমে সাফল্য পেতে পারেন।
তুলা (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বেকারদের কেউ কেউ আজ নতুন চাকরি বা কাজের সন্ধান পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। বিদেশযাত্রা শুভ।
বৃশ্চিক (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আপনি প্রিয়জনের কাছ কোনো সুসংবাদ পেতে পারেন। প্রেমের ব্যাপারে কেউ আপনাকে মনের দরজায় কড়া নাড়তে পারে। স্বাস্থ্য ভালো যাবে।
ধনু (Sagittarius ) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ভালো কাজের স্বীকৃতি পাবেন। কেনাকাটা ও যাত্রা শুভ।
মকর (Capricorn ) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আজ হঠাৎ করেই হাতে টাকা-পয়সা চলে আসবে। বিশিষ্ট লোকের সান্নিধ্য লাভ, প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (Aguarius ) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে ঊর্ধ্বতনদের সহযোগিতা পাবেন। কাজকর্মে আনন্দ পাবেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
মীন (Pisces ) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আজ যে কোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে।
একটি ভুল সিদ্ধান্ত যেমন জীবনকে এলোমেলো করে দিতে পারে। তেমনি একটি সঠিক সিদ্ধান্ত জীবনকে অনেক অর্থবহ ও সুন্দর করে তুলতে পারে।