‘নো ব্রা’ আন্দোলনের উদ্যোক্তা অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার
ব্রা অথবা অন্তর্বাস পরা মোটেই জরুরি নয়, এমনটিই বিশ্বাস করতেন তিনি। নিজের বিশ্বাসকে সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজও শুরু করেন। একপর্যায়ে দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী সাল্লি শুরু করেন ‘নো ব্রা’ আন্দোলন। অভিনয়ের পাশাপাশি কে-পপ তারকা হিসেবে পরিচিতি পাওয়া সাল্লি মৃতদেহ পাওয়া গেল এবার।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে জানা যায়, ‘নো ব্রা’ আন্দোলন নিয়ে ব্যাপকভাবে কাজ শুরু করেন সাল্লি। তাঁর হাত ধরেই এটি আন্দোলনে রূপ নেয়। তবে পথচলা খুব একটা সুখকর ছিল না সাল্লির। নিজের বিশ্বাস সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করার পর থেকেই তাঁকে অপমানের সম্মুখীন হতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে ছেড়ে কথা বলেননি নেটিজেনরা। অনেকেই তাঁকে ব্যঙ্গ করে ছবি শেয়ার করতে থাকেন ইনস্টাগ্রামে। এর ফলে মানসিক অবসাদে ভুগছিলেন সাল্লি।
সম্প্রতি নিজ বাড়িতেই মৃতদেহ পাওয়া যায় এই অভিনেত্রীর। সেইসঙ্গে একটি চিরকুটেরও সন্ধান মেলে। তাঁর আকস্মিক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এরই মধ্যে। রহস্যজনক এই মৃত্যুর কারণ অনুসন্ধানে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।