রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত
পবিত্র রমজান মাসে সিয়ামের পর মুসলমানদের অন্যতম শীর্ষ উৎসব ঈদুল ফিতর সমাগত। আজ শুক্রবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
ধর্মীয় এ উৎসবের প্রধান আকর্ষণ হলো ঈদের জামাত। আর রাজধানীর দক্ষিণ ও উত্তর এই দুই সিটি করপোরেশন নিজস্ব তত্ত্বাবধানে ৯৩টি ওয়ার্ডে এবার ৩৭৯টি ঈদের জামাতের আয়োজন করা করেছে। urgentPhoto
রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা জালালুদ্দিন আল কাদেরি।
রাষ্ট্রপতি, বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, মুসলিম দেশগুলোর কূটনীতিক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। এক ঘণ্টা পরপর অন্য চারটি জামাত হবে যথাক্রমে ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম জামাতে ইমামতি করবেন এ মসজিদেরই পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
অন্যান্য বছরের মতো এবারও জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পুরুষের পাশাপাশি নারীদের জন্য ঈদের নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা থাকবে। জাতীয় ঈদগাহে মুসল্লিদের মোবাইল ফোন, ক্যামেরা ও ইলেকট্রনিক যন্ত্রপাতি না নিয়ে আসার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আবহাওয়া প্রতিকূল থাকলে বায়তুল মোকাররম মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠেয় ঈদের জামাত দেশের প্রধান জামাত হিসেবে গণ্য হবে।
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতর উপলক্ষে সকাল ৮টায় ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। এখানে মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিরা জামাতে অংশ নেবেন।
ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে প্রতিটি ওয়ার্ডের মসজিদ, মাঠ ও ঈদগাহে চারটি করে মোট ৩৭৯টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা খন্দকার মিল্লাত-উল-ইসলাম বাসসকে জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের প্রতিটিতে চারটি করে ২২৮টি স্থানে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। সিটি করপোরেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা আবদুল বারী জানান, উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডের কোনোটিতে চারটি আবার কোনোটিতে পাঁচটি করে মোট ১৫১টি ঈদের জামাত আয়োজন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন মসজিদের খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন। দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন হাফেজ উসায়দ আহমাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেটসংলগ্ন মাঠে এবং শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় পৃথক দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।
মিরপুর ১১ নম্বর সেকশনের ‘সি’ ব্লকের মসজিদ বায়তুল ফালাহ কমপ্লেক্সে ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায় হবে।
আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটি মসজিদে তিনটি জামাতের আয়োজন করা হয়েছে। প্রথম জামাতটি হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয়টি হবে সাড়ে ৮টায় এবং তৃতীয় ও শেষ ঈদ জামাতটি হবে সকাল সাড়ে ৯টায়। উত্তরায় হাউস বিল্ডিং স্টাফ কোয়ার্টারে ঈদুল ফিতরের একমাত্র জামাত হবে সকাল ৮টায়।
বনানী চেয়ারম্যানবাড়ি জামে মসজিদ, শহীদবাগ মসজিদ ও ভুঁইয়াপাড়া মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। উত্তরা ১১ নম্বর সেক্টর মাঠে মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেবেন সকাল সাড়ে আটটায়।
নীলক্ষেতের মরিয়ম বিবি শাহী মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় ও দশটায়। কাজীপাড়া কেন্দ্রিয় জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটা, আটটা ও আটটা ৪৫ মিনিটে।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকার মসজিদ, মাদ্রাসা ও খোলা মাঠে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সকাল ৭টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত বহু ঈদের জামাত অনুষ্ঠিত হবে।