নেত্রকোনায় এক হাজার দরিদ্রকে নগদ সহায়তা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনায় প্রায় এক হাজার দরিদ্র মানুষকে নগদ সহায়তা দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেলে পৌর শহরের চকপাড়া এলাকায় দরিদ্র মানুষের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।
নেত্রকোনা জেলা চালকল মালিক সমিতির সভাপতি ও জেলা মাদকবিরোধী কমিটির (চমক) সাধারণ সম্পাদক সমাজসেবক ফরিদ আহম্মদ খান প্রতিবছরের মতো এবারও দরিদ্র মানুষদের নগদ সহায়তা দেন। তিনি প্রত্যেকের হাতে ১০০ টাকা করে তুলে দেন।