দেশের ৪০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে নির্মাতা শাহ আলম মণ্ডল পরিচালিত নতুন ছবি ‘ডনগিরি’। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, আনিসুর রহমান মিলন ও নবাগত এমিয়া এমি। ‘ডনগিরি’ ছবিতে নায়ক বাপ্পী চৌধুরী ও আনিসুর রহমান মিলন দুজনকেই দেখা যাবে এমিয়া এমির নায়ক হিসেবে। ছবির রোমান্টিক গানের শুটিংয়ের সময়ে এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন মিলন-এমি। ছবি : শহিদুল ইসলাম