ময়মনসিংহে নতুন গণপরিবহন সেবার উদ্বোধন
ময়মনসিংহ-ফুলবাড়িয়া-আছিম পথে চলাচলের জন্য বড়বিলা সিটিং টাউন সার্ভিস লিমিটেড নামের নতুন গণপরিবহন সেবার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুরে ময়মনসিংহ শহরের ত্রিশাল বাসস্ট্যান্ডে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক বিভাগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পরিচালক আমিনুল হক শামীম।
এ সময় উপস্থিত ছিলেন বড়বিলা সিটিং টাউন সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান ও জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন আহাম্মদ, ব্যবস্থাপনা পরিচালক ও সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, ময়মনসিংহ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক প্রদীপ ভৌমিকসহ পরিবহনের নেতারা।
৪০টি হালকা যানবাহন নিয়ে বড়বিলা সিটিং টাউন সার্ভিস চালু করা হয়েছে। প্রতিটি যানবাহনে আছে ১৯টি আসন। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায় এ ধরনের সার্ভিস চালু করা হবে বলে জানান বড়বিলা সিটিং টাউন সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল আলম।
এর আগে শামসুল আলম সাংবাদিকদের জানান, ব্যাটারিচালিত ইজিবাইক হটিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে ময়মনসিংহ শহরে টাউন সার্ভিস চালু করা হবে। এই সার্ভিস চালুর ফলে শহরে যানজট ও যাত্রী ভোগান্তি কমাসহ যাত্রী সেবার মান বৃদ্ধি পাবে বলে আশা করেন তিনি।