ভারি বৃষ্টিপাতে মংলায় ভেসে গেছে তিন শতাধিক চিংড়িঘের
গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে মংলায়। যার পরিমাণ ১০৬ মিলিমিটার। রোববার থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে মংলা শহর ও শহরতলীর নিম্নাঞ্চলের ঘরবাড়ি ও রাস্তাঘাট হাঁটুপানিতে তলিয়ে গেছে।
টানা বৃষ্টির কারণে সুন্দরবন ও মিঠেখালী ইউনিয়নের প্রায় ৫০০ হেক্টর জমির চিংড়িঘের তলিয়ে গেছে। এতে ছোট-বড় মিলিয়ে তিন শতাধিক চিংড়িঘের ভেসে গেছে বলে জানিয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।
গতকাল রোববার সকাল থেকে শুরু হওয়া টানা ভারি বর্ষণ ছিল সোমবার সকাল পর্যন্ত। সকালের পর থেকেও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
এ ছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টার ভারি বর্ষণে উপজেলার বেশির ভাগ এলাকাই পানিতে তলিয়ে গেছে। পানিতে ডুবে ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ।