বাগেরহাটে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১
বাগেরহাটের চিতলমারী উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের টুঙ্গিপাড়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী মুঠোফোনে জানান, চিতলমারী উপজেলার বড়বাড়িয়া বাজার এলাকায় আওয়ামী লীগের পরিচয়ে চলা বাদশা মেম্বার ও উজ্জ্বল মোল্লা পক্ষের সঙ্গে মধ্যে আজ সোমবার বিকেলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়ে উভয়পক্ষ লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় উভয় পক্ষ ও পুলিশের তিন সদস্যসহ ১৫ জন আহত হয়।
আহতদের বেশির ভাগ গুলিবিদ্ধ বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। চিকিৎসাধীন অবস্থায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলিবিদ্ধ লিটন শেখ (২৬) মারা যান। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।