বাংলা চলচ্চিত্রের এক সম্ভাবনাময়ী নায়িকা শিরিন শিলা। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘হিটম্যান’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। ছোটবেলা থেকেই নাচ শিখেছেন সুরছন্দ ললিতকলা একাডেমিতে। অভিনয় করেছেন শিশুশিল্পী হিসেবে বেশ কিছু নাটকে। চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করছেন তিনি। মোহাম্মদ আসলাম পরিচালিত ‘বেগমজান’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। প্রথমবারের মতো ছবিতে ইমনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন নায়িকা শিরিন শিলা। ছবির শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন শিলা। ছবি : শহিদুল্লাহ্