বাস উল্টে গাছে, আহত ৩০
কুষ্টিয়ার খোকসা উপজেলায় যাত্রীবাহী পদ্মা-গড়াই বাস উল্টে চালকসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাস পদ্মা-গড়াই কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়ার দিকে যাচ্ছিল। পথে শিমুলিয়া বাজারের কাছে গাড়িটির চাকা ফেটে উল্টে যায়। এ সময় এটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে যায়। এতে চালকসহ অন্তত ৩০ জন আহত হয়।
আহত ব্যক্তিদের অধিকাংশ যাত্রী হলেও বাসের ধাক্কায় স্থানীয় কয়েকজনও আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন জানান, দুর্ঘটনায় মারাত্মক আহত তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।