কোস্টগার্ডের অভিযানে ভারতীয় পণ্য জব্দ
ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার রাতে খুলনার খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকা থেকে এসব পণ্য আটক করে কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট এ এম রাহাতুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড রূপসা স্টেশনের সদস্যরা বৃহস্পতিবার রাতে খুলনার রূপসার খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযানকারীরা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০টি ভারতীয় ডাবল আমলা হেয়ার ওয়েল, ১০০টি ভিবেল সাবান, ৬০ কেজি জিরা, আট কেজি এলাচ, ১০ প্যাকেট দুধ, ৪০ প্যাকেট ল্যাকটোজেন দুধ, ৯০টি কলম, ২০ হাজার ক্লিনিক শ্যাম্পু (মিনি প্যাকেট), এক হাজার প্যাকেট ক্লিনিক শ্যাম্পু, এক হাজার ডাভ শ্যাম্পু, এক হাজার হেড অ্যান্ড শোলডার শ্যাম্পু, ৫০০ ভিবেল শ্যাম্পু, এক হাজার সানসিল্ক শ্যাম্পু, ৭০টি জুনিয়র হরলিক্স, ৪২টি বড় হরলিক্স, ১৫০টি ছোট হরলিক্স, ৫০টি জামবাক মলম, তিন হাজার নবরত্ন তেল (মিনি প্যাকেট) জব্দ করে।
জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ ৩০ হাজার ২০০ টাকা বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা রাহাতুজ্জামান। তিনি বলেন, সম্প্রতি খুলনাসহ আশপাশ এলাকায় ভারতীয় পণ্যের চোরাচালান বৃদ্ধি পাওয়ায় বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এলাকায় কোস্টগার্ড পশ্চিম জোনের টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার ভারতীয় পণ্যের যে চালান আটক করা হয়েছে, তা কোস্টগার্ড সদস্যদের নিয়মিত টহলের সাফল্য বলেও তিনি মনে করেন।