বান্দরবানে যুবলীগের নেতা বহিষ্কার, কমিটি বিলুপ্ত
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বান্দরবান শহর যুবলীগের সভাপতি শহিদুল আলম মিন্টুকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে শহর যুবলীগের কমিটি বিলুপ্ত করে আকবর হোসেনকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। তাদের আগামী শনিবারের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, যুবলীগের সাংগঠনিক স্থবিরতা এবং সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শহর শাখা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে যুবনেতা আকবর হোসেনকে আহ্বায়ক, সজল কান্তি দাশ ও তমিজ উদ্দিন চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক এবং এহসানুল হক চৌধুরীকে সদস্য সচিব করে চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ওমর ফারুক জানান, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলা যুবলীগের সদস্য ও বিলুপ্ত কমিটির সভাপতি শহিদুল আলম মিন্টুকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আগামী শনিবারের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে ঘোষিত কমিটিকে।