চুয়াডাঙ্গায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
চুয়াডাঙ্গায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার ১ নং ওয়ার্ডের মালোপাড়ায় নতুন ভোটারদের নাম তালিকাভুক্তির মধ্যদিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওলিউল্লাহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন।
হালনাগাদ কার্যক্রমে প্রথম ভোটার হয়েছেন বাংলাদেশ স্কিলড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কম্পিউটার বিভাগের প্রথম বর্ষের ছাত্র মাশরুর আলম আকাশ। এ সময় তথ্য সংগ্রহকারী সহকারী শিক্ষক ফুরকান আলী উপস্থিত ছিলেন।
জেলার চার উপজেলার মধ্যে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গায় ২৫ জুলাই থেকে ৯ আগস্ট এবং দামুড়হাদা ও জীবননগরে ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ চলবে।
এই দফায় ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পর্যায়ক্রমে তা নিবন্ধন করা হবে।
জেলায় মোট ভোটারসংখ্যা সাত লাখ ৯৩ হাজার ৫৪৪ জন। জেলা নির্বাচন কমিশন এবার প্রায় ৬০ হাজার জনের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।