বৃষ্টিতে বিচ্ছিন্ন বান্দরবান
টানা তিনদিনের অবিরাম বর্ষণে বান্দরবানের প্রধান সড়কে পানি জমে যাওয়ায় সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে জেলা শহর থেকে কোনো যাত্রীবাহী বা পণ্যবাহী যানবাহন ছেড়ে যেতে পারছে না। পাশাপাশি শহরেও কোনো যানবাহন ঢুকতে পারছে না।
জেলা সদরের মেম্বারপাড়া, শেরেবাংলা নগর, আর্মিপাড়া, ওয়াপদা ব্রিজ, মধ্যমপাড়া, উজানীপাড়াসহ নিম্নাঞ্চলের কয়েক শতাধিক ঘরবাড়ি বন্যায় প্লাবিত হয়েছে। গত বুধবার থেকে বান্দরবানে টানা বর্ষণ অব্যাহত রয়েছে। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী দুটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এরই মধ্যে প্রবল বৃষ্টির কারণে জেলা সদরের দুটি স্থানে পাহাড়ধসে সাতটি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র।
শনিবার বান্দরবানে ১৭৫ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর গত তিনদিনে প্রায় ৩০০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের মৃত্তিকা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুর রহমান।
অব্যাহত বর্ষণে বান্দরবান-কেরানীর হাট প্রধান সড়কের পশ্চিম বড় দুয়ারাসহ কয়েকটি স্থানে সড়কে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে যাওয়ায় শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ডুবে যাওয়া বাজালিয়া সড়কে নৌকা, রিকশা ও ভ্যানগাড়িতে করে লোকজন পারাপার করে বাড়তি ভাড়া আদায় করছে খেটে খাওয়া মানুষ।
পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা এনটিভি অনলাইনকে জানান, অব্যাহত বর্ষণে বান্দরবান পৌর শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাজালিয়ার বড়দুয়ারা এলাকায় সড়কে পানি জমে যাওয়ায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
পাহাড়ধসে প্রাণহানির আশঙ্কায় ঝুঁকিপূর্ণ বসতি ছেড়ে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পৌর মেয়র।
পূরবী বাস সার্ভিসের কাউন্টার ম্যানেজার মোহাম্মদ মহসিন আজ সন্ধ্যায় এনটিভি অনলাইনকে জানান, বাজালিয়ার বড় দুয়ারা এলাকায় সড়কে পানি জমে যাওয়ায় বিকেল সাড়ে ৫টার পর থেকে শহর থেকে কোনো গাড়ি ছাড়া হচ্ছে না। এ সময়ে শহরেও কোনো গাড়ি প্রবেশ করতে পারছে না।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জালু জানান, বৃষ্টিতে সড়কে পানি জমে যাওয়ায় বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্যার পানিতে বাজালিয়ায় ঘরবাড়ি এবং মৎস্য খামার পানিতে ডুবে গেছে।