রাশিফল
তুলার গোপন প্রেম ফাঁস, কুম্ভ পাবে অর্থ
আজ ১১ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, ২৬ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ, ৯ শাওয়াল ১৪৩৬ হিজরি। তিথি দশমী। সূর্যোদয় ৫টা ৩৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার সংখ্যা # ১ # অধিপতি গ্রহ-রবি, বৈশিষ্ট্য অগ্নি (ক্ষত্রীয় বর্ণ), বিষম স্থির তুঙ্গস্থান মেষ, নিচস্থান তুলা, প্রিয় মাস বৈশাখ ও ভাদ্র, শুভ বার রবি। শুভ তারিখ সংখ্যা ১ ও ১০, শুভ রং সোনালি, শুভ ধাতু-সোনা, তামা। ধারণীয় মূল-বিল্বমূল, শুভ রত্ন : রুবি, চুনি। আজকের দিনে আপনার শুভ কাজ করার সময় দিবা ৬টা ৩৪ মিনিট, পরে ১০টা ৩ মিনিটের মধ্যে। এবার দেখুন আপনার রাশিতে আজকের ভাগ্যের পূর্বাভাস।
মেষ (Aries ) (২১ মার্চ-২০ এপ্রিল)
আজ আপনি অপ্রত্যাশিত কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন। আপনার স্বাস্থ্যের ব্যাপারে মনোযোগী হোন। আজ কাজের ব্যস্ততা বাড়বে। কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রেমে ইতিবাচক সাড়া পাবেন।
বৃষ (Taurus ) (২১ এপ্রিল-২০ মে)
আজ আপনি মানসিক অশান্তিতে পড়তে পারেন। তা ছাড়া আপনি বাড়ি থেকে দূরে যেতে পারেন। অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার যাত্রা শুভ।
মিথুন (Gemini) (২১ মে-২০ জুন)
আজ আপনার চিন্তায় পরিবর্তন আসতে পারে। আপনার ব্যবসা-বাণিজ্যে বিশেষভাবে আমদানি-রপ্তানি বাণিজ্যে যোগ শুভ। নতুন প্রেমের ছোঁয়া লাগতে পারে। পারিবারিক সম্পর্ক ভালো হবে।
কর্কট (Cancer) (২১ জুন-২০ জুলাই)
আজ আপনি পরিবারের সদস্যদের সঙ্গে একত্রিত হতে পারেন এবং পরিবার নিয়ে ঝামেলায়ও পড়তে পারেন। ভ্রমণে সুযোগ আছে। চুক্তি, লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন।
সিংহ (LEO) (২১ জুলাই-২১ আগস্ট)
আপনি কারো সঙ্গে গোপন চুক্তি বা আইনবহির্ভূত কোনো সম্পর্কে যাবেন না। মাথা খাটিয়ে চলার চেষ্টা করুন। আজ আপনার প্রেম শুভ।
কন্যা (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আজ আপনার ভ্রমণ, সম্পর্ক শুভ। অর্থ যোগ আছে। আপনার প্রেম হতে পারে। যাত্রা শুভ।
তুলা (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
গোপন প্রেম হলে বিপদে পড়তে পারেন। প্রতিটি পদক্ষেপে সাবধানে পা ফেলতে হবে। সূর্য আর নেপচুনের কারণে বিয়ে, ব্যবসা আপনার নিয়ন্ত্রণে থাকবে।
বৃশ্চিক (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
প্রেম, ভালোবাসায় নতুন মাত্রা যোগ হতে পারে। মানসিক প্রশান্তির জন্য ধর্মে মনোনিবেশ করতে পারেন। সৃজনশীলতায় আজকের দিনে অগ্রগতি হবে। প্রিয় বৃশ্চিক আজ দিনটি ভালো যাবে ।
ধনু (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
মানসিকভাবে বিব্রত হতে পারেন। মানসিক প্রশান্তির জন্য ধ্যান, ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারেন। আপনার যাত্রা শুভ হতে পারে। সাবধানতা অবলম্বন করুন।
মকর (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আজ আপনার সামনে যা আসুক, সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। তবে কারো আহ্বানে প্রেমে সাড়া দিতে পারেন। মনে সাহস রাখুন।
কুম্ভ (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আজ আপনার হাতে টাকা আসতে পারে। পুরোনো প্রেম ফিরে পেতে পারেন। ভাগ্য আজ সুপ্রসন্ন হতে পারে। দূরের যাত্রা শুভ।
মীন (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পুরোনো প্রেম আবার ফিরে আসতে পারে। বিনিয়োগে সফল সম্ভাবনা। অর্থ কিংবা প্রেম কোনোটাই নিয়ে জুয়া খেলতে যাবেন না।