শিশু শিক্ষার্থী না পেয়ে স্কুল জমিয়ে রাখতে বয়োজ্যেষ্ঠদের ভর্তি!
শিশুদের সংখ্যা চরমভাবে কমছে দক্ষিণ কোরিয়ায়। বিশ্বের দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ায় শিশুজন্মের হার সর্বনিম্ন। এমন পরিস্থিতিতে দেশটির প্রত্যন্ত এলাকার স্কুলগুলো বন্ধের উপক্রম হয়েছে।
প্রথম শ্রেণিতে ভর্তির জন্য কোনো শিশু শিক্ষার্থী না পেয়ে অবশেষে বয়স্কদের ভর্তির সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি স্কুল।
বিবিসির একটি ভিডিও প্রতিবেদনে দেখা যায়, অক্ষরজ্ঞানহীন বয়োজ্যেষ্ঠরা শিশুদের সঙ্গেই স্কুলবাসে করে ক্লাস করতে আসছেন। ক্লাসের ফাঁকে ফাঁকে শিশুদের সঙ্গে খেলাধুলা করে সময় পার করছেন তাঁরা।
বয়োজ্যেষ্ঠদের সঙ্গে খেলাধুলা করে আনন্দে শিশু শিক্ষার্থীদের সময় পার করার বিষয়টির গুরুত্ব বর্ণনায় স্কুলের অধ্যক্ষ বিবিসিকে বলছিলেন, ‘আমাদের স্কুলটিকে জীবিত রাখতে শিশুদের সঙ্গে বয়োবৃদ্ধদের ভর্তির সিদ্ধান্ত ভালো ফল দিচ্ছে। স্কুল যেহেতু একেবারেই প্রত্যন্ত অঞ্চলে এবং আমাদের দেশে শিশুজন্মহার খুবই কম, আমরা শিক্ষার্থীই পাচ্ছি না।’