বাসা থেকে পপতারকা গু হারার লাশ উদ্ধার
দক্ষিণ কোরিয়ার পপতারকা ও টিভি অভিনেত্রী গু হারার মৃতদেহ তাঁর ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, গতকাল সোমবার সিউলে গু হারার নিজ বাসায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সী সংগীতশিল্পী ও অভিনেত্রীকে তাঁর দক্ষিণ সিউলের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানতে পারেনি পুলিশ। পুলিশ এর বেশি কিছু জানাতে চায়নি।
২০০৮ সালে নারী পপ দল ‘কারা’য় যোগ দেন গু হারা। দক্ষিণ কোরিয়া, জাপান ও এশিয়ার অন্য দেশগুলোতে দলটি তুমুল জনপ্রিয়তা পায়। এরপর তিনি একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। অনেক টিভি শোতে দেখা যায় তাঁকে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত মে মাসে গু হারাকে নিজ বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ার আরেক পপতারকা ও অভিনেত্রী সুল্লির মরদেহ পাওয়া যায় তাঁর নিজ বাসভবনে। ২৫ বছর বয়সী এ শিল্পী নারীবাদী কণ্ঠস্বরের জন্য পরিচিত ছিলেন।