হিলি সীমান্তে চার নারী আটক
ভারত থেকে অবৈধপথে দেশে আসার সময় দিনাজপুরের হিলি সীমান্তে তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া ফেনসিডিল বহনের অভিযোগে আরেক নারীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সীমান্তের চুড়িপট্টি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক নারীরা হলেন চট্টগ্রাম শহরের দুলালের স্ত্রী সুবর্ণ লতা (৫০), সুশীল দেবনাথের স্ত্রী মালতী দেবনাথ (৫১), সন্দ্বীপ উপজেলার সুমাঠ দাশ (৪০) এবং জয়পুরহাটের নতুন শহরের রুবি আকতার (৫০)। এঁদের মধ্যে রুবির কাছ থেকে ২৭ বোতল ফেনসিডিল পাওয়া যায় বলে বিজিবি দাবি করেছে।
বিজিবির হিলি বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল বাতেন জানান, আটক বাংলাদেশি তিন নারী ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশ করে। এ সময় তাঁদের কাছে পাসপোর্ট না থাকায় সীমান্তের চুড়িপট্টি এলাকা থেকে হিলি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা আটক করেন। এঁরা কিছুদিন আগে ভারতে যান।
বিজিবির এই কর্মকর্তা আরো জানান, তিন নারীর বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে এবং রুবির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাকিমপুর থানায় মামলা করা হবে।