বান্দরবানে বন্যা দুর্গতদের ত্রাণ
পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপরে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা মারমা দুর্গত প্রতিজনকে সাত কেজি করে চাল দেন।
এ সময় পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সিইয়ং ম্রো, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম বেবী, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশসহ জেলা পরিষদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা মারমা বলেন, দুর্গতদের সহায়তায় সমাজের সবার এগিয়ে আসতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিত্তবানদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়ানো দরকার।
পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা জুড়িমং মারমা এনটিভি অনলাইনকে জানান, উপজেলা পর্যায়েও পরিষদের উদ্যোগে ত্রাণ তৎপরতা চলছে। জেলা পরিষদ থেকে সদর উপজেলায় ১০ মেট্রিক টন চাল, লামা উপজেলায় ২৫ মেট্রিক টন চাল ও চার লাখ ৫০ হাজার টাকা, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১৩ মেট্রিক টন চাল, আলীকদম উপজেলায় ১০ মেট্রিক টন চাল, রুমা উপজেলায় পাঁচ মেট্রিক টন চাল, থানছি উপজেলায় ১০ মেট্রিক টন চাল এবং রোয়াংছড়ি উপজেলায় পাঁচ মেট্রিক টন খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে।