নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ২৫
নাইজেরিয়ায় জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বরনো প্রদেশের তিনটি গ্রামে সোমবার সন্ধ্যা ও মঙ্গলবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
গ্রামের প্রধানের সূত্রে রয়টার্স জানায় মূলত সরকারি চাকরি করা কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরাই ছিল বোকো হারামের হামলার লক্ষ্য। পুলিশের দাবি, এই হত্যাযজ্ঞ চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম। যদিও বোকো হারাম তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি।
২০০১ সালে বোরনো প্রদেশের রাজধানী মাইদুগুরির নিকটবর্তী শহর দাম্বোয়ায় বোকো হারাম প্রতিষ্ঠিত হয়। এই প্রদেশেই বোকো হারাম তাদের প্রধান ঘাঁটি গড়ে তুলেছে।