খাদ্যগুদামের কর্মকর্তাদের মারধরের ঘটনায় মামলা
ময়মনসিংহের খাগডহরে কেন্দ্রীয় খাদ্যগুদামের (সিএসডি) দুই খাদ্য কর্মকর্তাকে মারধর ও একজনকে লাঞ্ছিত করার ঘটনায় মামলা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলা খাদ্য কর্মকর্তা (কারিগরি) আলাউদ্দিন বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। মামলায় সিএসডি শাখা শ্রমিক লীগ সভাপতিসহ ২২ জনকে আসামি করা হয়েছে।
ওই মামলায় ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। জ্ঞাত আসামিরা হলেন খাগডহর কেন্দ্রীয় খাদ্যগুদাম (সিএসডি) শাখা শ্রমিক লীগ সভাপতি আনোয়ার হোসেন, শ্রমিক লীগ নেতা নজরুল, লিটন, রসুল, বাবুল, সুলতান, হাবু, জয়নুল, হক ও রুহুল।
গতকাল মঙ্গলবার দুপুরে নিয়মিত কাজের অংশ হিসেবে সিএসডির ব্যবস্থাপক শেখ সানোয়ার হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা (কারিগরি) আলাউদ্দিন, পরিদর্শক আরিফুর রহমান খাগডহর সিএসডি গুদাম পরিদর্শনে যান। তখন তাঁদের ওপর হামলা হয়।
এ বিষয়ে শেখ সানোয়ার হোসেন বলেন, খাদ্য পরীক্ষার কারিগরি বিশেষজ্ঞ দলের আগমনের খবর পেয়ে শ্রমিক লীগের খাগডহর সিএসডি গুদাম শাখার সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে শতাধিক ব্যক্তি গুদামে প্রবেশ করে অতর্কিতে হামলা চালায়। বেদম মারধর করে রক্তাক্ত করা হয় আলাউদ্দিনকে। এ সময় তাঁকে সাহায্য করতে এগিয়ে গেলে পরিদর্শক আরিফুরকে মারধর করা হয়। তাঁদের সাহায্যে এগিয়ে গেলে তাঁকে (সানোয়ার) লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সিএসডি সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ময়মনসিংহ কেন্দ্রীয় খাদ্যগুদামে চালের মান নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করা হয়। এর ফলে নিম্নমানের চাল সরবরাহকারীদের সঙ্গে কর্মকর্তাদের বিরোধ চলে আসছিল।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মামলা হয়েছে। এখন জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, কর্মকর্তাদের ওপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সিএসডির কর্মীরা। এ নিয়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সিএসডিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।