সিঙ্গাপুরে দেয়াল ধসে বাংলাদেশির মৃত্যু
সিঙ্গাপুরে নির্মাণাধীন একটি ভবনের দেয়ালের নিচে চাপা পড়ে বাংলাদেশি এক প্রবাসী শ্রমিক মারা গেছেন। গত শুক্রবার দেশটির বার্কার রোডের অ্যাঙলো-চাইনিজ স্কুলের কাছে এ ঘটনা ঘটে।
সিঙ্গাপুরের মানবসম্পদ মন্ত্রণালয় এক বিবৃতির বরাত দিয়ে দ্য স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে জানায়, ৩৮ বছর বয়সী ওই বাংলাদেশি প্রবাসীর নাম রিপন।
ওই বিবৃতিতে বলা হয়, ওইদিন স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটের দিকে বার্কার রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে গৃহস্থালি কাজ করছিলেন ওই শ্রমিক। এ সময় হঠাৎ ওই ভবনের দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে গুরুতর আহত হন রিপন।
দেয়ালের নিচে চাপা পড়ে অবচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধারের পর ট্যান টক সেং হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।