ক্ষমা চাইল ফেসবুক
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করতে গিয়ে কারিগরি ত্রুটির কারণে সমস্যায় পড়েন অনেকেই। এ ছাড়া মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। আর এ জন্য ক্ষমা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
গতকাল এক বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের একটি সফটওয়্যার সিস্টেমের ত্রুটির কারণে ফেসবুক পরিবারের অ্যাপগুলো ব্যবহারে অনেকেই সমস্যায় পড়েন। আমরা খুব দ্রুত এ সমস্যা সমাধান এবং অ্যাক্সেস পুনরুদ্ধারের চেষ্টা করি। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।’
এদিকে গতকাল ‘থ্যাকংস গিভিং ডে’ উপলক্ষে অসংখ্য মানুষ একে অপরকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান। এ ছাড়া বিভিন্ন পোস্ট ও ছবি শেয়ার করে দিনটি উদযাপন করেন। যুক্তরাষ্ট্র, কানাডা, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও লাইবেরিয়া বছরের বিভিন্ন সময়ে ‘থ্যাংকস গিভিং ডে’ পালন করে থাকে। দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার দিনটি উদযাপন করে। দিনটি উপলক্ষে যুক্তরাষ্ট্রে সরকারি ছুটি থাকে। বছরের ভালো সময়গুলো বিবেচনা করে দিনটিতে অনেকেই একে অপরকে ধন্যবাদ জানান।
এরই মধ্যে এক টুইটবার্তায় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের পক্ষ থেকে বলা হয়, “আমরা ফিরে এসেছি। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। যারা যারা ‘থ্যাংকস গিভিং ডে’ পালন করেছেন, তাদের সবাইকে শুভেচ্ছা।”