প্রেসিডেন্ট হয়েই ভারত সফরে গোতাবায়া রাজাপাকসে
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারতে গেলেন গোতাবায়া রাজাপাকসে। গতকাল বৃহস্পতিবার রাতে তিন দিনের সফরে নয়াদিল্লি পৌঁছান শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে ভারত-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে চাইছেন গোতাবায়া রাজাপাকসে। এক টুইটবার্তায় এমন আশা প্রকাশ করেন তিনি।
টাইসম অব ইন্ডিয়া বলছে, চীনপন্থী এই নেতার সঙ্গে শ্রীলঙ্কার তামিলদের দীর্ঘদিনের বিরোধ নিরসনসহ ব্যবসা ও বিনিয়োগ বিষয়ে আলোচনা হবে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে।
এর আগে গত ১৭ নভেম্বর শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোতাবায়া রাজাপাকসে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড ন্যাশনাল পার্টির সাজিথ প্রেমাদাসাকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।
পরে ২১ নভেম্বর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে অগ্রজ ও শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে মনোনীত করেন গোতাবায়া রাজাপাকসে। ১০ বছর আগে এই রাজাপাকসে ভ্রাতৃদ্বয়ই বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগার বিদ্রোহীদের কঠোর হস্তে দমন করেছিলেন। এবার দুই ভাই মিলে ক্ষমতার দখলটা পোক্ত করলেন।
মাহিন্দা রাজাপাকসে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাধ্যমে প্রথমবারের মতো একই সঙ্গে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি পদে দুই ভাইকে পাচ্ছে দেশটি। এর আগে মাহিন্দা রাজাপাকসে যখন প্রথমবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তখন দেশটির পার্লামেন্টের স্পিকার ছিলেন তাঁর বড় ভাই চামাল রাজাপাকসে। আইনি জটিলতার কারণে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি মাহিন্দা রাজাপাকসে।