৭৮ জনকে নিয়োগ দেবে বরিশাল সিটি করপোরেশন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বরিশাল সিটি করপোরেশন। সাতটি পদে মোট ৭৮ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
প্রজেক্ট ম্যানেজার-২, রিসেটেলমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডিরেক্টর, টাউন প্লানার, অ্যাকাউন্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর এবং কার ড্রাইভার।
পদসংখ্যা
মোট ৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং/ বিবিএ পাসসহ মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য এক থেকে পাঁচ বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন-ভাতা
জাতীয় বেতন স্কেল-২০১৫ গ্রেড ৫, ৯, ১৪ এবং ১৬ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা : চিফ এক্সিকিউটিভ, বরিশাল সিটি করপোরেশন, বরিশাল।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে ৫ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২২ নভেম্বর, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে