বান্দরবান প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
বান্দরবান প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ২০১৫-১৭ সালের নির্বাচনে বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা আমিনুল ইসলাম বাচ্চু সভাপতি, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হক সাধারণ সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি ফরিদুল আলম সুমন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার দুপুরে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। অন্যকোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁদের নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান। নির্বাচন কমিশনার ছিলেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন সহসভাপতি এম এ হাকিম চৌধুরী ও যুগ্ম সম্পাদক সাদেক হোসেন চৌধুরী।
নির্বাহী পরিষদের প্রথম সভায় অপর দুজন নির্বাহী সদস্য মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত নেতারা। অনুষ্ঠানে প্রেসক্লাব ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।