পিরোজপুরে ৫ নম্বর বিপদ সংকেত
ঘূর্ণিঝড় কোমেনের জন্য পিরোজপুরে ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঠবাড়িয়া উপজেলাকে বিশেষ সতর্কতায় রাখা হয়েছে।
বিপর্যয় এড়াতে জেলা শহরসহ সাতটি উপজেলায় আটটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র, স্বাস্থ্য বিভাগ ও ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মানিকহার রহমান জানান, ঘূর্ণিঝড় কোমেন মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অধিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ৮৫২টি আশ্রয়কেন্দ্র ও আটটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রস্তুত রয়েছে জেলার ভলান্টিয়াররা। এ ছাড়া দুর্যোগ মোকাবিলায় প্রাথমিকভাবে অর্থ ও খাবার প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, দুপুর সাড়ে ১২টা থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। স্থানীয় নদ-নদীর পানি ও জেলার নিম্নাঞ্চল দেড় থেকে দুই ফুট পানিতে তলিয়ে গেছে। জেলার অভ্যন্তরে ও আন্তজেলা বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ফেরি চলছে স্বাভাবিক নিয়মেই। জেলার অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল করছে। জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস স্থগিত করা হয়েছে। বাতিল করা হয়েছে সব দপ্তরের সাপ্তাহিক ছুটি।
তবে জেলার পাড়েরহাট মৎস্যবন্দরের মাছ ধরার ট্রলারগুলো নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে বলে মৎস্যবন্দর সূত্রে জানা গেছে।