ফিলিস্তিনি শিশুকে পুড়িয়ে হত্যা করল ইসরায়েলিরা
ফিলিস্তিনি এক শিশুকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে একদল ইসরায়েলি। স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের কাছে দোওমা গ্রামে এ ঘটনা ঘটে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, গ্রামের বসতি স্থাপনকারী একদল ইসরায়েলি ফিলিস্তিনি এক পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে দিলে ওই শিশু পুড়ে মারা যায়।
urgentPhoto
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে দোওমা গ্রামের আলী সাদ দাওয়াবশেহের বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ওই সময় আলী সাদের পরিবারের সবাই ঘুমিয়ে ছিল। হামলাকারীরা বাড়িতে অগ্নিসংযোগ করে। আলী সাদ তাঁর স্ত্রী ও চার বছরের এক ছেলেকে নিয়ে বেরিয়ে আসতে পারলেও ১৮ মাস শিশুপুত্র আগুনে পুড়ে মারা যায়। বাড়িটির কাছাকাছি একটি দেয়ালে হিব্রুতে ‘প্রতিশোধ’ শব্দটি লিখে রেখে যায়। আগুনে অপর একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িটি দাউ দাউ করে জ্বলছিল। আলী সাদ স্ত্রী ও এক ছেলেকে উদ্ধার করতে পারলেও শিশুটিকে উদ্ধার করতে পারেননি।
নাবলুসের রাফিদিয়া হাসপাতাল জানিয়েছে, আলী সাদ, তাঁর স্ত্রী ও এক ছেলে গুরুতর আহত হয়েছেন।
ইসরায়েলি পুলিশের মুখপাত্র লুমা সামরি বলেন, জাতীয়তাবাদীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হয়, ভোরের দিকে হামলা চালানো হয়। বাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং হিব্রুতে দেয়ালে লিখে হামলাকারীরা পালিয়ে যায়।
হামলায় সন্দেহভাজনদের ধরতে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে আইডিএফ।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু বলেন, ইসরায়েলকেই এই ঘটনার পূর্ণ দায় নিতে হবে। তারাই অবৈধ বসতি স্থাপনকারীদের সব কাজে সমর্থন করে আসছে। এই ঘটনায় কোনো প্রতিবাদ না জানানোয় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেন নাবিল আবু।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের ১২০টি হামলার ঘটনা ঘটেছে।
ইসরায়েলি মানবাধিকার সংস্থা ইয়েশ দিনের এক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের অভিযোগের ৯২ দশমিক ৬ শতাংশের বেশি ক্ষেত্রে ইসরায়েলি পুলিশ কোনো পদক্ষেপ নেয় না।