তরুণ প্রজন্মের সংগীতশিল্পী ঐশী। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ শো, মঞ্চে গান গেয়ে মাতাচ্ছেন শ্রোতা-দর্শকের হৃদয়। সংগীতজগতে তরুণ এই গায়িকার অভিষেক ২০১২ সালে। গান ও চিকিৎসা পেশা দুই-ই ঐশীর স্বপ্ন। তাই তো লেখাপড়া এবং গান দুটিকেই এগিয়ে নিচ্ছেন সমানতালে। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন ঐশী। হালকা মেকআপে পরেছিলেন ফুলেল পোশাক। এক ঝলকে দেখে নিন এ কণ্ঠশিল্পীর বিভিন্ন ভঙ্গির স্থিরচিত্র। ছবি : সাইফুল সুমন