সিলেট মেট্রো পুলিশ হেডকোয়ার্টার্সে চাকরির সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কার্যালয়। আটটি পদে মোট ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, নার্সিং সহকারী, ড্রাফট্সম্যান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ওয়ার্ড বয়, অফিস সহায়ক।
পদসংখ্যা
আটটি পদে মোট ২১ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক/ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। আবেদনকারীর ন্যূনতম বয়স ১৮ বছর এবং অনূর্ধ্ব বয়স ৩০ বছর।
বেতন
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা : পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন, সিলেট।
আবেদন করা যাবে ৩০ জানুয়ারি, ২০২০ পর্যন্ত
সূত্র : জাগোজবস
বিস্তারিত বিজ্ঞপ্তিতে