রোদ ঝলমলে কিংবা বরফে ঢাকা, যেমন রূপেই ধরা দিক সুইজারল্যান্ড; তাতে নবদম্পতি রাফিয়াথ রশিদ মিথিলা-সৃজিত মুখার্জির খুনসুটিতে বাধা পড়েনি মোটেও। সে দেশের অপরূপ সুধা বরং তাঁদের মধুচন্দ্রিমার ক্ষণগুলোকে রাঙিয়েছে নানা রঙে। রোদের সঙ্গে লুকোচুরি খেলা কিংবা বরফের আচ্ছাদনে মিষ্টিমধুর সময় কাটিয়ে মধুচন্দ্রিমা শব্দটির স্বার্থকতা প্রমাণ করেছেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমের দ্বারা সেসব ছবি কোটি ভক্ত-অনুরাগীর মুঠোফোনে হাজির হওয়ার আগে মিথিলা অ্যালবামের নাম রেখেছেন ‘হানিমুন ডায়েরিস’। মধুচন্দ্রিমা শেষে নিজ দেশ বাংলাদেশে ফিরেছেন মিথিলা। একনজরে দেখে নেওয়া যাক এ যুগলের মধুচন্দ্রিমার স্থিরচিত্রগুলো। ছবি : ইনস্টাগ্রাম